ট্রান্স ওয়ার্ল্ড রিচ বাংলাদেশ এর বাইবেল কুইজ এক অনন্য কার্যক্রম যা বিশ্বাসীদের ধারাবাহিক ও গভীরতার সাথে বাইবেল অধ্যয়ণের উৎসাহিত করার জন্য প্রতি বছর আয়োজন করা হয়। আমরা গত ২০১৯ সাল থেকে সফলতার সাথে প্রত্যেক বছর এই বাইবেল কুইজ আয়োজন করে আসছি এবং হাজার হাজার অংশগ্রহনকারী এই বাইবেল কুইজে অংশগ্রহণ করে ঈশ্বরেরর বাক্য শিখছে। আপনাদেরকে উৎসাহিত করতে চাই যেন এ বছরের বাইবেল কুইজ নির্দেশাবলীর মাধ্যমে তা অনুসরণ করতে পারেন।