রেজিষ্ট্রেশনঃ  যে কোন বয়স, সম্প্রদায় এবং লিঙ্গ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারবেন। রেজিষ্ট্রেশন ফর্ম পাওয়া যাবে ট্রান্স ওয়ার্ল্ড রিচ বাংলাদেশ অফিস, কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কো-অর্ডিনেটরদের ও ওভারসিয়ারদের কাছে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা। আপনারা ধারাবাহিক বাইবেল পাঠগুলি শুনতে পাবেন- রেডিও, এসডি কার্ড ও মোবাইল অ্যাপের মাধ্যমে। 

রেজিষ্ট্রেশনের শেষ দিন ১৫ জুলাই ২০২৬ খ্রীঃ।

প্রশ্নপত্রঃ   শতকরা ৮০ ভাগ প্রশ্ন হবে অধ্যয়ণ সামগ্রী (এসডি কার্ড, অডিও লেসন) অনুযায়ী। একের অধিক পছন্দের মধ্যে একটিতে টিক চিহ্ন দিতে হবে। ভুল উত্তরে টিক দিলে কোন নম্বর কাটা যাবে না। শতকরা ১০ ভাগ শূণ্যস্থান পূরণ এবং বাকী ১০ ভাগ সমগ্র বাইবেল থেকে সাধারণ প্রশ্ন থাকবে। উত্তরপত্রে টিক  চিহ্ন দেওয়ার পর কোন হোয়াইটনার (চুন/সাদা কালী) এর ব্যবহার গ্রাহ্য করা হবে না। উত্তরপত্রে কোন প্রকার পেন্সিলের ব্যবহার গ্রহণীয় নয়। ২ টি উত্তরে চিহ্ন দিলে উত্তরটি ভুল দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে। 

কুইজের সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট ব্যাপী, কুইজ শুরু হবে ২৪ অক্টোবর, শুক্রবার, ২০২৫ খ্রীষ্টাব্দ, ঠিক বিকাল ৩ ঘটিকায়।

অংশগ্রহণকারীর জন্য নিয়মাবলী :

) প্রত্যেক অংশগ্রহণকারীকে পরীক্ষার হলে ১৫ মিনিট আগে পৌঁছাতে হবে।

২) কোন অংশগ্রহণকারী “প্রবেশ পত্র” ছাড়া প্রবেশ করতে পারবেন না।

৩) অংশগ্রহণকারীকে নিজের বল পয়েন্ট পেন সঙ্গে আনতে হবে।

৪) রেজিষ্ট্রেশন ফর্ম ইংরেজী বা বাংলায় পূরণ করা যাবে।

৫) কোন অংশগ্রহণকারী কাঠ-পেন্সিল এবং হোয়াইটনার (চুন/সাদা কালি) সঙ্গে আনতে পারবেন না। উত্তরপত্রে কোন প্রকার পেন্সিল ও চুন ব্যবহার করা গ্রহণীয় নয়।

৬) পরীক্ষার হলে মোবাইল ফোন এবং কোন প্রকার ইলেকট্রনিক সামগ্রী আনা যাবে না।

৭) প্রত্যেক অংশগ্রহণকারী উত্তরপত্রে তার নিজের রেজিষ্ট্রেশন নম্বর লিখবেন ও সই করবেন।

৮) একই প্রশ্নের উত্তরে একের অধিক (টিক)চিহ্ন দিলে উত্তটি ভুল বিবেচিত হবে।

 ৯) অংশগ্রহণকারী উত্তর সমাপন করে উত্তরপত্র পরিদর্শকের কাছে

জমা দিবেন এবং শুধুমাত্র পরীক্ষা শেষ হলেই পরীক্ষার হল ত্যাগ

করতে পারবেন।

১০) যার নাম রেজিষ্ট্রেশন ফর্মে নথীভুক্ত থাকবে কেবলমাত্র তিনিই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে

গণ্য করা হবে।